ব্রিটবাংলা ডেস্কঃ১৩ ই জানুয়ারী ২০১৮ ইষ্ট লন্ডনের বো গ্রীল এন্ড পিজ্জা রেষ্টুরেন্টে ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মোঃসেলিম চৌধুরী ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা।
আলোচনা সভায় সর্ব সম্মতি ক্রমে নিম্ন লিখিত সিদ্ধান্ত গ্রহন করা হয়ঃ-
১.আগামী ২০ ফেব্রুয়ারি আলতাব আলী পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
২.বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ শে মার্চ আলহামরা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হবে।
সাধারন সভার মাধ্যমে কার্যকরি পরিষদ উপদেষ্টা পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করিবে।
৩.কার্যকরি পরিষদ আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া চাঁদা পরিশোধ করিবে।
৪.সংগঠনের গঠনতন্ত্র সর্বসম্মতি ক্রমে অনুমোদন করা হয় সেই সাথে বই আকারে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৫.সংগঠনকে আরো গতিশীল ও শুষ্ঠ ভাবে পরিচালনার জন্য সকলেই কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ,উপদেষ্টা জহিরুল ইসলাম,উপদেষ্টা মোঃআইয়ুব আলী ভূইয়া,সহ-সভাপতি খন্দকার কামাল খোকন,সহ-সভাপতি মোঃআবু নোমান,সহ-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃমফিজ উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল তালুকদার,কোষধ্যক্ষ মহিউদ্দীন আহমেদ টুটুল,ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান খান টিপু ,মহিলা সম্পাদিকা শামসুন্নাহার শিল্পী,
কার্যকরি পরিষদের সদস্য শাহনাজ সুমী,জিনাত আরা জায়েদ,নূরেআলম মোল্লা রতন,জয় ইসলাম মনির সহ আরো অনেকে ।