দৈনিক ইত্তেফাকের দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার আর নেই। ইন্নালিল্লাহি…রাজিউন।রোববার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। সাধারণ সম্পাদক হিসেবে দিরাই উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করে বর্তমানে এর সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন এই প্রবীণ সাংবাদিক।দিরাইয়ের রাধানগর গ্রামের মরহুম আব্দুল হাসিম তালুকদারের পুত্র হাবিবুর রহমান তালুকদার জীবনের শেষমূহুর্ত পর্যন্ত গণমাধ্যমে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। প্রায় তিন দশকের বেশি সময় ধরে যুক্ত ছিলেন বৃহত্তর সিলেটের সর্বাধিক প্রচারিত দৈনিক সিলেটের ডাক-এর সঙ্গে। এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ভাটি অঞ্চলের মানুষের সুখ-দুঃখের নানা চিত্র সুনিপুণভাবে পত্রিকায় তুলে ধরায় দলমত নির্বিশেষে সকলের প্রিয়পাত্র হয়ে ওঠেন।মৃত্যুকালে স্ত্রী , দুই পুত্র ও ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন হাবিবুর রহমান তালুকদার। সদালাপী, আন্তরিক্ত ও বন্ধুবৎসল এই সাংবাদিকের মৃত্যুতে স্থানীয় সাংবাদিকমহল, সুশীল সমাজ, রাজনৈতিক অঙ্গনসহ পরিচিতদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাকের দিরাই প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার আর নেই
Advertisement