উত্তর ইংল্যান্ডের ওল্ডহ্যামে সপ্তাহের ভেতরে প্রায় ১৫০ জন করোনায় আক্রান্ত

ব্রিটবাংলা ডেস্ক : গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যামে এক সপ্তাহে  প্রায় ১শ ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, ২ অগাস্ট থেকে ৯ অগাস্টের ভেতরে নতুন করে ১৪৫জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ ওল্ডহ্যামে প্রতি লাখের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ করোনায় আক্রান্ত। ওল্ডহামের সর্বমোট জনসংখ্যা প্রায় ২ লাখ ৩৬ হাজার। গত ৩০ জলাই থেকে ওল্ডহ্যামে স্থানীয়ভাবে লকডাউন আরোপ করা হয়েছে। ওল্ডহামের পর উত্তর ইংল্যান্ডের প্যান্ডল এবং ব্ল্যাকবার্নে করোনা সংক্রমিতের সংখ্যা বেশি। প্যান্ডলে প্রতি লাখে ৫৮ দশমিক ৬ এবং ব্ল্যাকবার্নে প্রতি লাখে ৪৩ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত।
আশঙ্কাজনকহারে করোনা সংক্রমিত হবার ফলে স্থানীয়ভাবে লকডাউনে বন্দি রয়েছে গ্রেটার ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার এবং ইয়র্কশায়ারের প্রায় চার মিলিয়ন মানুষ।

উল্লেখ্য ব্রিটেনে করোনায় গত একদিনে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫শ ছাড়িয়েছে।

 

Advertisement