এবার কনজারভেটিভ পার্টি থেকে তিন এমপি পদত্যাগ করেছেন। এ্যানা স্যুব্রি, সারাহ ওলাস্টন এবং হেইডি এলান এই তিন টোরি এমপি যৌথ চিঠিতে প্রধানমন্ত্রীকে দল ত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। টোরি ছেড়ে তারা লেবার ত্যাগি আট এমপির সঙ্গে ইন্ডিপেনডেন্ট গ্রুপে যোগ দিয়েছেন।
https://britbangla24.com/news/71274
পদত্যাগের কারণ হিসেবে তারা সরকার ব্রেক্সিটকে ধ্বংসাত্মকভাবে হ্যান্ডল করছে এবং ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী দেশকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করেন। তবে টোর থেকে পদত্যাগ করলেও অর্থনীতি, পাবলিক সার্ভিসের উন্নতি এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারা সরকারকে সহযোগিতা করবেন বলেও জানান। তিন এমপি বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে তাদের পদত্যাগের কারণ তুলে ধরেন। এদিকে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী থেরিসা মে জানিয়েছেন, তিন এমপির দল ত্যাগে হতবাক হয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, চার দশকের বেশি সময়ের ইইউ মেম্বারশীপের ইতিটানা সহজ কোনো বিষয় নয়। এ নিয়ে দল এবং দেশের জনগণের মধ্যে ভিন্নমত রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু দলীয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার সঠিক কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী থেরিজা মে।