সিলেট সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে শুক্রবার সরকারি কর্মসূচিতে সন্ত্রাসী হামলায় আহত নারী সাংসদ অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অবস্থা উন্নতির দিকে। তবে তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।
এদিকে কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে তার নির্বাচনী এলাকা বাহুবল উপজেলা উত্তাল হয়ে উঠেছে। চলছে প্রতিবাদ সভা ও মানববন্ধন। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে।
শনিবার দুপুরে মিরপুরে আলিফ সোবহান চৌধুরী কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের মানুষ এ কর্মসূচি পালন করেন। এতে বক্তারা হামলাকারী ও তার সাঙ্গপাঙ্গদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
Advertisement