ব্রিটবাংলা রিপোর্ট : গ্যা এবং ল্যাসবিয়ান পরিবারের বসবাসের জন্যে সবচাইতে ভালো জায়গা হলো নিউহ্যাম। মাই ফিউচার ফ্যামিলি শো নামে একটি সংস্থা সার্ভে রিপোর্টে এলজিবিটি অভিভাবকদের জন্যে নিউহ্যামকে নাম্বার ওয়ান বারা হিসেবে চিহ্নিত করেছে। এ্যাডপশন, ফস্টারিং, সারোগেসি, আইভিএফ এবং কো-প্যারেন্টিং ইত্যাদি বিবেচনা করে এই র্যাঙ্ক নির্ধারণ করেছে সংস্থাটি। ভালো স্কুল, বাড়ির মূল্যসহ জীবন যাপনের অন্যান্য ক্ষেত্রে এলজিবিটি কমিউটিরি জন্যে লন্ডনের বারাগুলোর মধ্যে ১০টি বারার র্যাঙ্ক নির্ধারণ করেছে মাই ফিউচার ফ্যামিলি শো। নিউহ্যামে ২৫ বছর বয়সের নীচে প্রতি ১০ জনের মধ্যে ৪ জন হলেন ডাইভার্স কমিউনিটির। এছাড়া সর্বমোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ হল এ্যাথনিক মাইনোরিটি কমিউনিটির। এলজিবিটি পরিবারের জন্যে বসবাসযোগ্য গ্রেটার লন্ডনের বারাগুলোর তালিকায় নিউহ্যামের পরে রয়েছে বার্কিং এন্ড ডেগেনহ্যাম। তৃতীয় স্থানে সাটন, চতুর্থ হ্যারো, পঞ্চম মার্টন, ষষ্ট ল্যামবাথ, সপ্তম হিলিংডন এবং অষ্টম স্থানে রয়েছে টাওয়ার হ্যামলেটস, নবম কেনসিংটন আপন থেমস এবং দশম স্থানে হ্যানস্লো।
Newham is the best for LGBT family
Now Newham is being touted as the best area for gay and lesbian couples to raise a family, having topped a list of London boroughs in a recent survey.
The My Future Family Show – which gives expert advice to thousands of would-be parents on adoption, fostering, surrogacy, IVF and co-parenting – has ranked the best boroughs for LGBT parents to start a family, after surveying gay and lesbian couples on what they’re looking for ahead of starting their brood.
As well as good schools, house prices and quality of life, they said safety and an existing LGBT community were among the most important factors in finding a family home.
More than four out of ten people in diverse Newham are aged 25 or under, and two thirds are from minority ethnic backgrounds.
Barking & Dagenham came in at a close second, with the South West borough of Sutton following in third.
According to the survey, here are the top 10 boroughs for gay and lesbian couples to raise a child:
- Newham
- Barking & Dagenham
- Sutton
- Harrow
- Merton
- Lambeth
- Hillingdon
- Tower Hamlets
- Kingston-upon-Thames
- Hounslow.