ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনে ছুরিকাঘাতে ২৩ বয়সী এক তরুনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পশ্চিম লন্ডনের প্যারিভালে রোববার রাত অনুমানিক ৮টা ১৩ মিনিটের দিকে ঘটনা ঘটে। পুলিশ এবং লন্ডন এয়ার এম্বুলেন্স অনেক চেস্টা করেও তাকে বাঁচাতে পারেনি। রাত ১০টা ২৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। তার বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্যারিভাল এলাকার বিল্টন রোডের একটি পাব বা অফ-লাইসেন্সের ভেতরে বাকবিকতন্ডার পর তাকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশ এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছে তথ্য আহ্বান করেছে। উল্লেখ্য চলতি বছর এ পর্যন্ত লন্ডনে প্রায় ৪০ তরুন মারা গেছে। এদের বেশির ভাগের বয়স ২৫ বছরের নীচে। আর তাদের মধ্যে অর্ধেকই মারা গেছে ছুরিকাঘাতে।
এর আগে গত ৭ ডিসেম্বর ইস্ট লন্ডনের হ্যাকনিতে ছুরিকাঘাতে ২৪ বছর বয়সী এক তরুনের মৃত্যু হয়।
Detectives launched a murder investigation today after a young man was stabbed to death after a row in an off-licence.
Police were called to a parade of shops in a residential street in Perivale, west London, at 8.13pm last night after reports of a stabbing.
They found a man aged 23 at the scene suffering from a stab wound to the chest.
Witnesses told how paramedics, including a doctor from the London Air Ambulance, worked for up to an hour in a desperate bid to save him.
The 23-year-old was taken to hospital but died at 10.25pm.
It is understood the victim was stabbed in an off-licence on Bilton Road and then collapsed on the pavement after staggering out of the shop.
More than 40 young people under the age of 25 have been murdered in London this year, many of them stabbed to death.
A cordon remained in police around the shops on Bilton Road today as detectives scoured the area for clues.
Police have been conducting door to door enquiries in the area to appeal for witnesses.
Anyone with information should call police on 101 or ring Crimestoppers anonymously on 0800 555 111.