করোনা আতঙ্ক : হজ্বের পরিকল্পনা না করার আহ্বান

ব্রিটবাংলা ডেস্ক : বিশ্বব্যাপি করোনা ভাইরাসের ভয়াবহতার ফলে আপতত চলতি বছরের  হজ্বের পরিকল্পনা না করার জন্যে বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে দেশটির হজ্ব এন্ড উমরাহ মিনিষ্টার এই আহ্বান জানিয়েছেন।

করোনা ভাইরাসে  সৌদি আরবে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রায় ১ হাজার ৮শ ৮৫ জন আক্রান্ত হয়েছে। আর বিশ্বব্যাপি করোনা ভাইরাসে প্রায় ৪৯ হাজার ১ শ ৪৩ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে প্রায় ৯ শ ৬১ হাজার ৪ শ ৪৮ জন আক্রান্ত রয়েছেন।

করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে লকডাউন চলছে। এই অবস্থায় হজ্বকে কেন্দ্র করে সৌদি আরবে মিলিয়ন মিলিয়ন মানুষের সমাগম করোনা ভাইরাসের বিস্তার আরো প্রসারিত হতে পারে। এই আশঙ্কা থেকেই এবার হজ্বে যাবার পরিকল্পনা না করতে বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। আগামি জুলাই মাসে হজ্ব অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

Advertisement