করোনা মোকাবিলায় জাতীয় ঐকমত্যের আহ্বান বিএনপির

করোনা সংক্রমণের সংকট কাটিয়ে উঠতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে মোকাবিলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন,করোনা মোকাবিলায় সরকারের অবস্থা লেজেগোবরে।তাদের সীমাহীন ব্যর্থতা,অব্যবস্থাপনা এদেশের ১৬ কোটি মানুষকে একটি অনিশ্চিত গন্তব্যে নিয়ে চলছে।শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন,কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত আরএমজি সেক্টরে কয়েক হাজার গার্মেন্টস বন্ধ হয়েছে।৪০ লাখ শ্রমিকের জীবন জীবিকা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে।এরই মধ্যে ১০ লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন। অর্থের অভাবে ঢাকা ছাড়ছে শত শত পরিবার।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,আসুন মানুষ বাঁচাই-দেশ বাঁচাই। আমরা করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরিবার-পরিজনদের সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা মারা গিয়েছেন,তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চাই,এ মহামারিতে আর যেন একটি প্রাণও না ঝরে পড়ে।বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন,দেশে করোনা মহামারি এক ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। সরকারের উদাসীনতা,অগ্রাধিকার নির্ধারণে ইচ্ছাকৃত উপেক্ষা,রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের অপকৌশল হিসেবে করোনা সংক্রমণের তথ্য গোপন ও সীমাহীন ব্যর্থতা আজ পুরো দেশকে এক বিপদ সংকুল পথে নিয়ে চলেছে।মির্জা ফখরুল বলেন,পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতা। হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না মানুষ।টেস্ট করাতে গিয়েও নানা রকম ভোগান্তিতে পড়ছেন।মির্জা ফখরুল বলেন,দ্বিতীয় ধাপে করোনার জন্য সরকার কোনো রকম প্রস্তুতি নেয়নি লেই আজ হাসপাতালে গুলোতে আইসিইউ ও অক্সিজেনের সংকট। অযথাই বিএনপির সমালোচনা না করে জনগণের সুরক্ষা নিশ্চিতে সর্বদলীয় সমন্বয় কমিটি করার আহ্বান জানান মির্জা ফখরুল।

Advertisement