ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটেনে গত চব্বিশ ঘন্টায় করোনায় নতুন করে আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু হাসপাতালের ভেতরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৮শ ১২ জনে। এর মধ্যে ইংল্যান্ডের হাসপাতালের মৃত্যু হয়েছে ২৫ হাজার ৭শ ৫১ জন। আর স্কটস্যান্ডে মারা যান ২ হাজার দু’শ ৭৩ জন। ওয়েলসে মারা যান ১ হাজার দু’শ ৬৭ জন এবং নর্দার্ন আয়ারল্যান্ডে মারা যান ৫শ ১৪ জন।
এদিকে করোনা রোগির চাপে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল এলাকার সামারসেট হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে নতুন করে করোনা রোগির ভীড় বাড়ছে।করোনা রোগির চাপে সোমবার সকাল থেকে এক্সিডেন্ট এন্ড এমার্জেন্সিতে অন্য কোন রোগি দেখা হচ্ছে না এবং অন্য কোন রোগি ভর্তিও করা হচ্ছে না।
Advertisement