করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রনে আসতে সময় লাগতে পারে আরো ৩ বছর

মো: রেজাউল করিম মৃধা॥ জার্মান গবেষক প্রফেসর হেন্ড্রীক এক গবেষনা রিপোর্টে বলেছেন, “কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আসতে ২০২৩ সাল পর্যন্ত সময় লাগতে পারে। বা আরো তিন বছরের আগে নিয়ন্ত্রনে আসছেনা করোনাভাইরাস মহামারি।”

তিনি আরো বলেন, “করোনাভাইরাস এখন আমাদের প্রতিদিনের জীবন বা নিত্য সাথী। করোনাভাইরাস আমাদের জীবনের সাথে মিশে গেছে । করোনাভাইরাস প্রতিরোধে ঔষধ বা ভ্যাক্সিন আবিস্কারের জোর চেস্টা চলছে। যা এখনো বাজারজাত হয় নাই। তবে এর আগে আমাদের সতর্ক থাকতে হবে। খাবারের অভ্যাস পরিবর্তন করতে হবে। সামাজিক দূরুত্ব সব সময় বজায় রাখতে হবে। মহামারি শেষ হলেও এ অভ্যাস চলমান থাকতে হবে। বছরের পর বছর সামাজিক দূরুত্বকে গুরুত্ব দিতে হবে,”।

ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন আগে থেকেই বলে আসছিলো কভিড -১৯ যেতে ২ বছর সময় লাগতে পারে। সংগঠনটির তথ্য মতে ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লো মহামারি যেতে ২ বছর সময় লেগেছিলো। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লোতে কমপক্ষে ৫০ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেছিলো। কভিড-১৯ তে এ পর্যন্ত প্রায় ৮৮০০০০ মানুষ মারা গেছেন।

সারা বিশ্বে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। তবে সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা খুবই কম। এখন মানুষ অনেক স্বচেতন হয়েছেন। খাবারে পরিবর্তন এনেছেন। অভ্যাসের পরিবর্তন এনেছেন। পরিস্কার পরিচ্ছন্ন থাকার চেস্টা করে যাচ্ছেন। মুখে মাক্স পরিধান করছেন। রোগ সম্পর্কে ধারনা জন্মেছে। মনে সাহস এসেছে । মনের সাহস হচ্ছে সব চেয়ে বড়। মনে সাহস রেখে সরকারের বিধিনিষধ মেনে চললে সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান পরিহার করে চলতে পারলে করোনাভাইরাস মহামারিকে মোকাবেলা করা সম্ভব হবে।

Advertisement