ব্রিট বাংলা ডেস্ক :: করোনাভাইরাসে দেশে ১১৭৫ জনের মৃত্যুর মুহূর্তে বাৎসরিক সংসদ অধিবেশন পিছিয়ে দিয়েছে চীন। এর আগে গত ১০ বছরে এভাবে সংসদের অধিবেশন পিছিয়ে দেওয়ার ঘটনা সে দেশে ঘটেনি।
জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি অধিবেশনের দিন ঠিক করা ছিল। তবে করোনাভাইরাসের কবলে চীনের জেরবার অবস্থার মধ্যে তা পিছিয়ে ৫ মার্চ করা হয়েছে। তবে করোনাভাইরাসের কবল থেকে মুক্ত না-হলে সেই দিনও পিছিয়ে যেতে পারে।
আজ সোমবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, সংসদ অধিবেশনে তিন হাজারের বেশি মানুষের যোগ দেওয়ার কথা। সে কারণে কোনো রকম ঝুঁকি নিতে চায় না চীন সরকার।
Advertisement