করোনায় আক্রান্ত হয়েছেন র‌্যাচেল

ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘ফ্রোজেন টু’র অভিনেত্রী র‌্যাচেল ম্যাথিউস। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। ‘হানি ম্যারেন’ চরিত্রে কণ্ঠ দেয়া এই অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, কোভিড-১৯ এর রিপোর্ট পজিটিভ আসার পর গত সপ্তাহ থেকেই কোয়ারেন্টিনে আছেন। এরপর কী করতে হবে জানিনা তবে অবশ্যই কোয়ারেন্টিনে থাকবো পরের নির্দেশ না পাওয়া পর্যন্ত। আগের চাইতে ভালো আছি। কিছু তথ্য জানাতে থাকবো যেগুলো অন্যদের কাজে লাগবে। এই অভিনেত্রী আরও বলেছেন, যে কোনো প্রশ্ন করতে দ্বিধাবোধ করবেন না। যেভাবেই হোক আমি সাহায্য করতে পারলে খুশি হবো।

ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন- এখন স্মার্ট এবং দায়িত্বশীল হওয়ার সময়। আসুন একে অন্যের কথা ভাবি। হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী রিটা উইলসনও করোনা ভাইরাসে আক্রান্ত। এই তালিকায় আরও আছেন ইদ্রিস এলবা, ওলগা কুরিলেঙ্কো এবং ক্রিস্টোফার হিভজু।

Advertisement