করোনায় মৃতের সংখ্যা ১৭৭০

ব্রিট বাংলা ডেস্ক :: দিনের সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু। রোববারও এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭৭০। ওদিকে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা জাহাজ ডায়মন্ড প্রিন্সেস থেকে বেশ কিছু মার্কিন নাগরিককে নিয়ে দুটি ভাড়া বিমান আজ সোমবার টোকিরও হানেডা বিমানবন্দর ছেড়েছে। ওই জাহাজটিতে ৩রা ফেব্রুয়ারি থেকে আটকা পড়েছিলেন প্রায় ৪০০ মার্কিন নাগরিক। তার মধ্যে কমপক্ষে ৪০ জন নাগরিক করোনা আক্রান্ত। তাদেরকে জাপানেই চিকিৎসা করানোর কথা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ ও বিবিসি বাংলা।

এতে বলা হয়, সোমবার চীন থেকে পাওয়া খবরে জানা গেছে, সেখানে নতুন করে এই ভাইরাসে মারা গেছেন ১০৫ জন। তবে এ সংখ্যা গত কয়েক দিনের তুলনায় কম। নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৪৮ জন। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সরকার ডায়মন্ড প্রিন্সেস থেকে তার নাগরিকদের উদ্ধারে দুটি বিমান ভাড়া করে। তাতে করে সোমবার সকালে টোকিও ছেড়েছে বিমান দুটি। তবে তাতে কতজন মার্কিনিকে উদ্ধার করা হয়েছে তা সঠিকভাবে জানা যায় নি। ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর পরিচালক ড. অ্যান্থনি ফুসি বলেছেন, যদি বিমানের এসব মানুষের মধ্যে করোনার লক্ষণ দেখা যায় তাহলে তাদেরকে বিমানের ভিতরেই আলাদা করে রাখা হবে। যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে।

Advertisement