করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১৬৮৫

দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮৫ জনের। তবে এই সময়ে করোনায় নতুন কারো মৃত্যু হয়নি। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনে।। করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩৫ জনের। করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩৫ জনই অপরিবর্তিত রয়েছে।শুক্রবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ নিয়ে মোট ‍সুস্থ হওয়া রোগী বেড়ে দাঁড়াল ১৯ লাখ ছয় হাজার ৪১৭ জনে।দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Advertisement