কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ জঙ্গির মৃত্যু

ব্রিট বাংলা ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের দুই স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ জঙ্গি নিহত হয়েছে। এসময় জঙ্গিদের পাল্টা গুলিতে ২ জওয়ানসহ অপর ১ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। শোপিয়ানে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেয়েই গত রাতে অভিযান চালায় সেনাবাহিনী।

জানা গেছে, শোপিয়ানের দ্রাগ্গার নামক স্থানে ৭ জঙ্গির মৃত্যু হয়। অপর ৩ জঙ্গি কাচদোরায়ে মারা যায়। আর এখানেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারান দুই জওয়ান। পাশাপাশি, শনিবার ভোর রাত থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের দিয়ালগাম এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। সেখানে মৃত্যু হয় আরো এক জঙ্গির। এসময় এক জঙ্গিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে সেনারা।

তবে সব জঙ্গির পরিচয় জানানো হয়নি। তারা পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে সেনাবাহিনী। রাজ্য পুলিশের প্রধান এস.পি বৈদ জানিয়েছেন, দ্রাগ্গার থেকে সাত জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক জন লস্কর কম্যান্ডার, অপর জন হিজবুল কম্যান্ডার। নিহত সাধারণ নাগরিকের পরিচয় জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়া।

Advertisement