ব্রিটবাংলা ডেস্কঃ সৈয়দ মুরছালিন আলী ও সৈয়দা সাজিয়া বেগম দুই ভাইবোন কৃতিত্বের সাথে অনার্স ও মাষ্টার্স ডিগ্রী অর্জন করেছেন।
নর্থ ইষ্টের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে মুরছালিন বিজনেস এন্ড ম্যানেজমেন্টে বি এ অনার্স এবং সাজিয়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মাষ্টার অব সাইন্স ডিগ্রী অর্জন করেন।
মুরছালিন ও সাজিয়ার দেশের বাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের ঈশান কোনায়।
বাবা সৈয়দ মশাহিদ আলী (সফেদ মিয়া) ও মা সৈয়দা সিজিন আলী দীর্ঘদিন যাবত নর্থ ইষ্টের সান্ডারল্যান্ডে বসবাস করছেন।
ছেলে-মেয়ের উজ্জল ভবিষ্যতের জন্য তাঁরা সকলের দোয়া চেয়েছেন।
Advertisement