কোভ্যাক্স থেকে ১ কোটির বেশি টিকা পাচ্ছে বাংলাদেশ

ব্রিট বাংলা ডেস্ক :: টিকার বৈশ্বিক জোট কোয়ালিশন ফর ভ্যাকসিন (কোভ্যাক্স) থেকে ১ কোটি ৯ লাখ ৮ হাজার টিকা পাচ্ছে বাংলাদেশ। বিশ্বজুড়ে বিনামূল্যে টিকা সরবরাহ সংক্রান্ত কোভ্যাক্স-পরিকল্পনায় এমনটাই প্রকাশ পেয়েছে। জানানো হয়েছে, মে-জুন কয়েক ধাপে ব্যাপক ভিত্তিক টিকা সরবরাহ কার্যক্রম শুরু করছে দরিদ্র এবং মধ্যম আয়ের দেশগুলোকে বিনামূল্যে টিকা দিতে স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন বৈশ্বিক জোট কোভ্যাক্স। প্রস্তাবনা মতে, মে মাসের শেষ দিকে বিশ্বের ১৪২টি দেশে ২৩ কোটি ৮২ লাখ ডোজ টিকা সরবরাহ করবে কোভ্যাক্স। জুনের আগে যে ক’টি দেশ টিকা পাচ্ছে বাংলাদেশ রয়েছে সেই তালিকার অগ্রভাগে। কোভ্যাক্সের আওতায় কেবল উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রই নয়, সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রসহ মোট ১৯৮টি রাষ্ট্র কোভ্যাক্সের টিকা পাচ্ছে।

Advertisement