খালেদা জিয়ার মুক্তি দাবিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ

এম মাসুদুজ্জামান : শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বি এন পি। স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে কুইন এলিজাবেথ হলের বাইরে তারা এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম  আহমেদের পরিচালনায় দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে |
যুক্তরাজ্যের বিভিন্ন শহর হতে শত শত প্রবাসী বাংলাদেশীসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বিভিন্ন ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে যোগ দিয়ে বেগম খালেদা জিয়ার   নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। অন্যতায় বিশ্বের প্রতিটি দেশে আন্দোলন আরো বেগবান করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন নেতাকর্মীরা। এছাড়া বর্তমান  আওয়ামী সরকারের অন্যায় অপশাসনের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ ‘যেখানে হাসিনা সেখানে প্রতিরোধের’  আহ্বান জানিয়ে আগামী এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেন ।
সমাবেশ থেকে অবিলম্বে নেতাকর্মীরা দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেত্রীবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।


এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাতীয় নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে অবৈধ সরকার রাজনৈতিক মামলাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জেলে বন্দি করে রেখেছে । তিনি বলেন, বাংলাদেশের জনগণের পাশাপাশি সারা বিশ্বের প্রবাসীরা এই সরকারের বিরুদ্বে ফুঁসে উঠছে।যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, জাতীয়তাবাদী শক্তি জনগণের শক্তি, এ শক্তিকে ভয় ভীতি দেখিয়ে বিচলিত করা যাবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে আওয়ামী বাকশালীদের সকল চক্রান্ত মোকাবিলা করতে প্রস্তুত। অবৈধ সরকারের বিদায় ঘন্টা বেজে যাওয়ায় তাদের সাজানো মসনদে ভূমিকম্প শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুদূরপ্রসারীষড়যন্ত্রমূলক হয়রানির পরিকল্পনা বন্ধ না করলে তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি | আগামী কর্মসূচিসমূহে বিএনপিসহ সর্বস্থরের প্রবাসীদের উপস্তিতি কামনা করে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে শেখ হাসিনাকে জানিয়ে দেয়া হবে গুম খুন আর মামলা দিয়ে ক্ষমতার মসনদে থাকার দিন শেষ। অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠা করে ব্যাংক ডাকাত সরকারের দুর্নীতি এবং গুম খুনের বিচার জনগণের আদালতে শুরু হবে। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিস্টার এম এ সালাম,  যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সুইডেন বিএনপির সভাপতি এমদাদ হোসেন কচি, প্রধান উপদেষ্ঠা মহিউদ্দিন ঝিনটু, বেলজিয়াম বিএনপির সভাপতি সাজা আহমেদ, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি,  যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহসভাপতি আবুল কালাম  আজাদ,  সাবেক উপদেষ্ঠা আলহাজ্ব তৈমুছ আলী, সাবেক সহসভাপতি মোঃ গোলাম রাব্বানী, গোলাম রাব্বানী সোহেল, তাজুল ইসলাম, শাহ আখতার হোসেন টুটুল, সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, তাজ উদ্দিন, কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আজমল হোসেন চৌধুরী জাবেদ, সিনিয়র সদস্য সাদিক মিয়া, মিসবাউজ্জামান সোহেল, আশরাফুল ইসলাম হীরা, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খসরুজ্জামান খসরু, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা প্রমুখ |

Advertisement