গোবিন্দগঞ্জে বিস্ফোরণ, যা জানালো পুলিশ

ব্রিট বাংলা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জের নয়াপাড়া গ্রামে এক বাড়িতে মর্টারসেল কাটতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এটি বোমা বিস্ফোরণ নয়, পরিত্যাক্ত মর্টার সেল কাটতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার অফিসে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন বাড়ির মালিক বোরহান উদ্দিন, ওয়াহেদুল মিয়া ও রানা মিয়া ।

পুলিশ সুপার তৌহিদুল ইসলাম আরো বলেন, গোবিন্দগঞ্জের কামারদহ ইউপির নয়াপাড়া গ্রামে বুধবার বিকেলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিক ভাবে ওই বাড়ির ৫ জনকে আটক করে এবং হাবিবুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য ও পুলিশ ও বোমা ডিসপোজাল টিম পরীক্ষা নিরিক্ষা করে দেখেছেন এটি কোন বোমা বিস্ফোরণের ঘটনা নয়। নাশকতামূলক কোন ঘটনাও নয়।

তিনি বলেন ,বগুড়ায় রাস্তার কাজ করতে গিয়ে মাটির নিচ থেকে মর্টার সেল পায় । সেই মটার সেল ওই বাড়িতে নিয়ে এসে কাটার কাজ করছিলো।
তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। এব্যাপারে পুলিশ বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertisement