তিউনিশিয়া ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ২০ জন। জার্মান সাহায্য সংস্থা রেসকিউশিপ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাডুবির এটি সর্বশেষ ঘটনা।রেসকিউশিপের স্টিফেন সেফার্ট বলেছেন, তাদের জাহাজ নাদির আরো ২২ জনকে উদ্ধার করে ইতালির ল্যাম্পদুসা দ্বীপে নিয়ে গেছে।নাদিরের ক্যাপ্টেন জানিয়েছেন, উদ্ধার হওয়া নারী, পুরুষ ও শিশুরা ক্যামেরন, আইভরিকোস্ট ও মালির।সেফার্ট জানান, তিউনিশিয়া ছাড়ার সময় নৌকাটিতে ৪০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন।ইতালির বার্তা সংস্থা এএনএসএ বলেছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে নয়জন নারী রয়েছে। তবে সংস্থাটি নিখোঁজের সংখ্যা ১৮ বলে উল্লেখ করেছে।উল্লেখ্য, গত কয়েকদিনে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ল্যাম্পদুসা দ্বীপে এসে পৌঁছেছে। তিউনিশীয় উপকূল থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার।
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২ জনের প্রাণহানি, নিখোঁজ ২০
Advertisement