চ্যারিটি সংস্থা মা’র ফান্ড রেইজিং অনুষ্ঠান সম্পন্ন : Maa hosted their first Charity Gala at London

ব্রিটবাংলা রিপোর্ট : বাংলাদেশের অসহায় মাদের সহযোগিতার লক্ষ্য গঠিত চ্যারিটি সংস্থা মা’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক চ্যারিটি সন্ধ্যার আয়োজন করা হয় শুক্রবার। অনুষ্ঠানে মা’র জন্যে ফান্ড রেইজ করা হয়। ইস্ট লন্ডনের একটি হলে এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাইনি বিশেষজ্ঞ এবং মা’র অন্যতম উপদেষ্টা প্রফেসর জেনিস রেইমার।

এতে বক্তব্য রাখেন চ্যারিটি সংস্থা মা’র ফাউন্ডার ও সিইও আকীল জায়গীরদার, হেড অব মিডিয়া ফাতনিন মুহাম্মদ ফুয়াদ এবং ইডুকেশন এন্ড ইনোভেশন লিডার আহমাদুর চৌধুরী।


উল্লেখ্য জীবনের ঝুঁকি নিয়ে এখনো বাংলাদেশে প্রায় ৯০ শতাংশ সন্তান সম্ভাবা মা প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন ধাত্রীদের সহযোগিতা নিয়ে নিজ বাড়িতেই সন্তান জন্ম দিয়ে থাকেন। সেইসব মাদের সহযোগিতার লক্ষ্যেই ২০১৩ সাল থেকে বাংলাদেশের কাজ শুরু করেছে চ্যারিটি সংস্থা মা। এতে কমিউনিটির দানশীলদের সহযোগিতা কামনা করেছেন তারা।

চলতি বছর জার্নি মা নামে নতুন প্রজেক্ট নিয়ে বাংলাদেশে যাবে মা। এর মাধ্যমে গর্ভকালীন স্বাস্থ্যসেবা বা ম্যাটার্নেল ক্লিনিক, কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্যগত শিক্ষাদান, আন্তর্জাতিক মানের একটি সেনিমারের মাধ্যমে বাংলাদেশের মাদের চলমান সমস্যা নিয়ে আলোচনা ও সমস্যা সমাধানের উপায় খোঁজাসহ সমগ্র বাংলাদেশে মাদের জন্যে ফ্রি হ্যালথ ক্যাম্প পরিচালনা করা হবে।

 

Maa hosted their first Charity Gala at Radisson Blu, London

Yesterday evening on the 9th of March, Maa hosted their first Charity Gala at Radisson Blu, London. The Gala was a celebration of the two-year anniversary of the student-founded charity and was an occasion to celebrate achievements and raise funds for the upcoming JourneyMaa initiative. JourneyMaa is the annual flagship trip in which healthcare professionals and medical students journey from the U.K. to Bangladesh and liaise with Bangladeshi healthcare professionals to provide support and education to pregnant women and mothers through delivering health camps.

 

The keynote speakers for the night included Professor Janice Rymer; who is the lead academic adviser and is also the Vice President of the Royal College of Gynaecology and Obstetrics. Professor Rymer has provided continuous support and guidance to the Maa team, and her keynote speech, touching on pregnancy and maternity in resource-poor countries, was utterly enlightening.

 

Also speaking on the night included Ahamodur Choudhury, a graduate of medicine from King’s College London. Ahamdour also holds a degree in Cardiovascular Sciences from Imperial College London. He is the Head of Education and Innovation and gave a rousing speech about the positive impacts of the Maa Health Camps from previous years.

 

Fatnin Mohd Fuad, Head of the Media team at Maa, also spoke on the night. Fatnin is currently studying medicine at King’s College London – Fatnin spoke about her time leading a JourneyMaa team and providing support to mothers through the health camps. Fatnin spoke of the relationships she built with the mothers she supported, and shared heart-warming stories of her journey and experiences.

 

Aqil Jaigirdar, the Founder of Maa, was the final speaker of the Gala. Aqil is currently a medical student at King’s College London and holds a degree in Immunobiology and Infectious Diseases. Aqil visited Bangladesh in 2013 and witnessed personally the healthcare system in position and realising the disparity in quality of care between Bangladesh and the U.K., Aqil founded Maa and began his journey in improving maternal care around the world.

 

The Charity Gala led to an enjoyable and successful fundraising night, and the Maa team were able to raise a remarkable £30,000. The Maa team are extremely grateful for the amazing turn out and all the wonderful donations made by the kind guests.

 

Maa hopes to achieve many successes in the future with the generous donations made. The ultimate goal is to reduce infant and maternal mortality in Bangladesh, helping to achieve millennium development goals as outlined by the United Nations. Other goals Maa wishes to achieve include those such as:

 

  • Maternal clinics
  • Sustainable free education on women’s health for teenage students
  • International conferences on maternal health led by experts in the field addressing the key issues we are facing
  • Free healthcamps for mothers across Bangladesh

 

 

The Maa team would like to give everyone who attended the Charity Gala a warm thank you, and we hope to see everyone again at the next annual Gala!

Advertisement