জাতিসংঘের সদর দপ্তর থেকে লন্ডন; আওয়ামীলীগ-বিএনপির মারামারি

:সাহিদুর রহমান সুহেল:

অনেক সময় মনে হয় প্রবাস আমার প্রিয় জায়গা !কিন্তু মনের চেহারা সবসময় অন্ধকারাচ্ছন্ন নিজের মাতৃ ভূমির জন্য ৷আমেরিকান/ব্রিটিশ হলেও বাঙালি হওয়া সম্ভব ! আমার ঘৃণার উৎপত্তি কোথায়?উত্তরে বলতে পারি প্রবাসে দেশীয় রাজনীতির অপ-চর্চায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন কারীদের প্রতি!!প্রবাসের রাজনীতিবিদরা বিএনপি-আওয়ামীলীগ প্রবর্তিত না বাংলাদেশী হতে চায়- না ব্রিটেন কিংবা উন্নত দেশের সভ্য সমাজের সদস্য বলে দাবি করতে পারে ৷

বঙ্গবন্ধু শেখ মুজিব কিংবা জিয়াউর রহমানের নান্দনিক আদর্শে চলা কিন্তু প্রবাসের রাজনীতির তাদেরকে বাংলাদেশের মানুষের সাথে কবরে আজাব দিচ্ছেন রাজনীতিবিদরা ৷
হে!প্রবাসের রাজনীতিবিদরা জোটে যদি মোটে একটি চেতনা অঙ্কন করিও হৃদয়ে বাংলাদেশের ছবি !হাতে নিও লাল-সবুজের পতাকা ৷প্রবাসে কেন স্লোগান ধরো শেখ হাসিনার গালে-গালে’জুতা মারো তালে-তালে!আমার দেশের একজন মানুষ-একজন প্রধানমন্ত্রী !
জাতীয় সমস্যা রুহিঙ্গা ইস্যু নিয়ে জাতি সঙ্গে সদর দপ্তরে ভিতরে সাহসিকতার সাথে বিশ্বের দরবারে মোকাবিলা করেছেন আর ঐ সময়ে বাহিরে আপনারা সে ব্যক্তিকে গালে-গালে জুতা মেরেছেন তালে-তালে!!! এ কেমন বিচার?পরীক্ষিত যে,প্রবাসীরা বুকের মধ্যে প্রথমে দেশকে স্থান দেয়,কিন্তু এখানে রাজনীতিবিদরা দুই নেত্রীর ভালোবাসার কাছে দেশ প্রেম বিদেশের মাটিতে পা-ডিম-জুতা দিয়ে ফুটবল খেলছেন ৷

এরাই আবার ক্ষমতা পালাবদলে এয়ারপোর্ট ভিআইপি গেট দিয়ে বহির্গমন হয়ে পবিত্র সংসদের মসনদে আরোহন করে৷

আমার একটা নৈতিক সমস্যা সমাধানে এদের পা-খাঁটি সরিষার তৈল দিয়ে মাজতে হয় ৷আর এর দ্বায়ভার আবার দ্বিতীয় চেতনায় মামলা টুকে দিও হে! আওয়ামীলীগ !!!
জনগণ অতিষ্ট ৷

বিশেষ করে বিলেতের রাস্তায় রাষ্ট্রীয় প্রধান কিংবা বিরোধী দলের নেতাদের আগমনে ঝাড়ু মিছিল-ডিম-জুতা নিক্ষপণে দেশের ভাবমূর্তি বিনষ্টে জনগণ ক্ষ্যাপা৷
এয়ারপোর্টে কালো ব্যাজ কিংবা ব্রিটিশ পুলিশ কুকুর লেলিয়ে দেয় এদের প্রতি,এরাই যখন আবার কোনো অনুষ্টানে আমার সোনার বাংলা গান গায় তখন এই প্রবাসে আরেকটি দেশ প্রেম ও মানবতার আদালত বসিয়ে এদের বিচার চাইতাম৷

এইতো কয়েকদিন আগে আমেরিকাতে প্রধানমন্ত্রীর সফরে সে দেশে প্রবাসী রাজনীতিবিদরা কুকুরের গলায় শেখ হাসিনার ছবি ঝুলিয়ে প্রতিবাদ করার শিক্ষা দেখে আমি স্থম্বিত! ভাষা নেই ৷ এরা প্রবাসে ডলারের ফাঁকে পরিবারের বদলে এই প্রাণী গুলোই স্বপ্ন দেখে ! মুখমন্ডল ভরা নবীজীর সুন্নত মাথায় সাদার বদলে-কালো কাফন বেঁধে অন্য ধর্ম নিমজ্জিত করে জিয়া পরিবারের পায়ের নিচে দিয়ে সভাপতি পদের প্রতিদান দিচ্ছ ।
রাজনীতি আর গণতন্ত্র তত্ত্বের অনুশীলনের কারণে পত্রিকা আর টিভিতে নিজের সুদর্শন চেহারা উন্নয়ন হচ্ছে বেপরোয়া ভাবে ৷ পাশা-পাশি গরিলাদের দিয়ে টিভির জনপ্রিয়তা উৎপাদন হচ্ছে ।
অনেক রাজনীতিবিদ পরিবারের অর্থ,ব্যবসায়ী পার্টনারের অর্থ লুট-পাট চালানোর পথ দিন-দিন বেড়েই চলছে,কারণ বিলেতে এখানকার সময়ে বিয়েটা যেমন ব্যায়-বহুল তেমনি প্রবাসের রাজনীতিও সমান তালে চলছে ৷

এখানে রাজনীতিবিদরা পরস্পরের রাজনৈতিক আনুগত্যের প্রতি স্বীকার করে জন্মদিনের কেক,স্বদেশ-হজ্ব গমন এবং প্রত্যাবর্তনের এয়ারপোর্টে নেতাদের একত্রিত করে যাতায়াত এবং ফুল ক্রয় সহ অনুষ্টান আয়োজন বাবত লিফলেট-বিরিয়ানী,পত্রিকায় বিজ্ঞাপন,হল বাড়া ইত্যাদি খরচ দিন দিন বেড়েই চলছে ৷

আর এর যোগান দিতে হিম-শিম খেয়ে চাইল্ড বেনিফিট,তলফ,ফ্যামেলি ক্রেডিট,বেনিফিট জব্দ করে রাজনীতিতে ব্যবহার করায় পরিবারে অশান্তি লাগার কারনে বিলেতে বিবাহ বিচ্ছেদ অনেকটাই এর কারনে,অথবা সন্তানেরা বিপথগামী হচ্ছে ! বলতে হয় বিয়েটা যেমন এখন হুলস্থূল পড়ে গেছে তেমনি উভয় দলের শরীরের শাখা-প্রশাখা আমদানির হিড়িক পড়ে গেছে৷
এমনও দেখছি এখন সদস্য পাওয়াতো দূরের কথা প্রত্যেক একের অধিক শাখা-প্রশাখার মালিক হয়ে যাওয়ায় নতুন কোনো শাখা আনতে সভাপতি সাহেব সম্পাদক খুঁজে পাচ্ছেননা ৷

বিলেতের রাজনীতি আদর্শের চেয়ে নিজের পরিবার-শ্বশুর বাড়ি-পত্রিকায় বড় ছবি-ভিআইপি গেইট বহির্গমন-নেতার পাশে ছবি ফেসবুকে আপ্লোড করা প্রধান বলে গণ্য হচ্ছে৷এখানে আওয়ামীলীগের প্রধান টার্গেট হচ্ছে বিএনপি আর বিএনপির প্রধান টার্গেট হচ্ছে আওয়ামীলীগ ৷এর মধ্যে বিএনপি গণতন্ত্র ও ইসলামের ধুয়া তুলে জামায়াত-হেফাজতকে মাথায় তুলে রাখছে ৷ ওপর পক্ষ সরকারের গুন-গান চালাচ্ছেন যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করার কথা বলে উভয়ই আমাদের কমিউনিটিকে প্রশ্ন বিদ্ধ ও ক্ষুন্ন করছেন ৷
প্রবাসে দেশীয় রাজনীতির চর্চা প্রিন্টমিডিয়া-ইলেক্ট্রনিক্স মিডিয়া নিউজ-বিজ্ঞাপন-টক শোতে কি প্রভাব পড়বেনা?বিলেতের আমার দীর্ঘদিনের বসবাসে কোনো মিডিয়াই প্রবাসের রাজনীতি বন্ধের জরিপ কিংবা টক শো করেননি?অথচ অনুষ্টানে কলার এবং পাঠকের আকুতি সব সময় উপেক্ষা করেছেন ?
বাংলা মিডিয়ার কাছে প্রশ্ন; রাজনীতিবিদরা রাস্তায়-হাউজ অব কমন্সের সামনে-আলতাব আলী পার্কে শহীদ মিনারের সামনে দেশের ভাব মূর্তি ক্ষুন্নে কোনোভাবে কি দ্বায়বদ্ধতা এড়াতে পারেনকি? নাকি নিউজের খোরাকটা মুখ্য?
আমার দেশের কোনো মানুষকে প্রবাসে ডিম মারার আগে সিদ্ধ করে নেয়া ভালো,সিদ্ধ ডিম পরিষ্কার করতে সুবিধা৷তাতে প্রবাসের পরিষ্কার কর্মীরা আমাদের দেশকে একটু কম গালি দিবে ৷আমাদের সাধারণ প্রবাসীরা এমনিতে ট্যাক্স দিতে হিমশিম খাচ্ছি,সরকার এসব কারণে আবার ট্যাক্স বৃদ্ধি করে না দেয় ৷প্রবাসের রাজনীতিবিদরা খালেদা-হাসিনা ভক্ত জাতিতে পরিণত ৷হুমায়ুন আজাদ বলেছিলেন,ভক্ত শব্দের অর্থ খাদ্য ৷প্রতিটি ভক্ত তার গুরুর খাদ্য ৷তাই ভক্তরা দিন দিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে আবর্জনায় পরিণত হয় ৷তবে এখান থেকে আমি শিক্ষা নিচ্ছি “গুরুর পেট মোটা হয় দিনকেদিন ৷ অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক স্লোগান দিয়ে আমাদের আগামী প্রজন্মের পথ চলা হুমকির পথে !
প্রবাসের রাজপথের কিছু রাজনীতিবিদেরকে বলছি,আপনারা আপনাদের ভবিষ্যত প্রজন্মকে সংখ্যার আস্ফোলন কমাতে হবে ৷
প্রতি বছর বাঙালি কমিউনিটি বানিয়ে সারা বিশ্বের সাথে তালমিলিয়ে কমিউনিটি নেতা হওয়ার স্বপ্ন দেখো ৷একজন রাষ্ট্র প্রধানের আগমনে চন্দ্র দেখার পরিবর্তে জুতা দেখো কেন?

লেখক সাহিদুর রহমান সুহেল

সদস্য লন্ডন বাংলা প্রেস ক্লাব
চীফ রিপোটার
বাংলা মেইল

Advertisement