জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র আগামী চারটি গুরুত্ব পূর্ণ অনুষ্টান সফল ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে গত ২৮ এপ্রিল রবিবার পূর্ব লন্ডনের আরবর সিটি হোটেলে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে সংগঠনের সদস্য ও অ্যাকটিভিস্টদের নিয়ে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি নেতা ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং কমিনিটি অ্যাকটিভিস্ট ও সংগঠনের সেক্রেটারি আমিনুল হক জিলু’র পরিচালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ট্রেজারার এনামুল হক চৌধুরী ।
কার্যকরী কমিটির সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সহ সভাপতি এম এ মুনিম, আবুল কালাম আজাদ ছোটন, মুজাহিদ আলী চৌধুরী, ট্রেজারার এনামুল হক চৌধুরী, যুগ্ন সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, অফিস সেক্রেটারি শামীম আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, ক্রীড়া সম্পাদক আলা উদ্দিন, মেম্বারশিপ সেক্রেটারি আক্তার আলী, কার্য নির্বাহী সদস্য আব্দুল আজিজ ফারুক, আব্দুল ওদুদ দীপক ও মারুফ আহমেদ প্রমুখ।
কার্যকরী কমিটির সভায় উপস্তিত সকলের মতামতের ভিত্বিতে সিদ্ধান্ত হয় আগামী জুন মাসে ম্যারিয়ট হোটেলে ঈদ পূর্ণমিলনী অনুষ্টান করা হবে এবং জানুয়ারী ২০২০ তে ঢাকা জালালাবাদ এসোসিয়েশন সহ পৃথিবীর বিভিন্ন দেশের জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দদের নিয়ে ঢাকায় সমাবেশ করা হবে।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বৃহত্তর সিলেট জেলার অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যকে তুলে ধরতে এবং ঐক্যের স্বার্থে আগামী ২০২০ সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে জালালাবাদ উৎসব পালন করা হবে।
এতে ব্রিটেন প্রবাসী ছাড়াও বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের এবং জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ব্রাজিল জালালাবাদ এসোসিয়েশন এর আমন্ত্রণে আগামী সেপ্টেম্বর ২০১৯ সালে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে যোগ দিবেন ।
সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব সবাইকে আহবান জানান।