জালালালাবাদ এসোসিয়েশন ইউকে’র নবগঠিত কমিটির সাথে বাংলাদেশ কমিশনের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যস্থ নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এর সাথে
সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন জালালালাবাদ এসোসিয়েশন ইউকে’র নবগঠিত কমিটির সদস্যবৃন্দ। সাক্ষাতকালে হাই কমিশনার সাইদা মুনা তাসনিম জালালালাবাদ এসোসিয়েশন ইউকে’র নবগঠিত কমিটির সকল মেম্বার্সদের ভূয়সী প্রশংসা করেন। ১৪ মার্চ বৃহস্প্রতিবার সন্ধ্যায় লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সাক্ষাত অনুষ্ঠান সম্পন্ন হয়। যুক্তরাজ্য প্রবাসী সিলেট বিভাগের প্রতিটি জনপদের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ়করণ এবং তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কল্যান ও সংহতির প্রয়োজন পূরণের লক্ষ্যে গঠিত প্রাচীণ ও ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জালালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট ব্যবসায়ী, ক্যাটারার্স ও সহ সভাপতি এম এ মুনিম, সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, কোষাধ্যক্ষ এনামুল হক চৌধুরী, ব্রিটেনের পরিচিত ব্যাক্তি সাবেক মেয়র ও কাউন্সিলর পারভেজ আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ দেলোয়ার হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি জুবার আহমেদ, দপ্তর সম্পাদক মো: শামীম আহমদ, সাবেক কাউন্সিলর মামুন রশীদ ও বিশিষ্ট ব্যবসায়ী ও ক্যাটারার্স জাহাঙ্গীর খান প্রমুখ।

Advertisement