টরন্টোতে নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচার দাবি

ব্রিট বাংলা ডেস্ক :: ফেনীর সোনাগাজীতে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে টরন্টো প্রবাসীরা। শুক্রবার টরন্টোর ড্যানফোর্থস্থ বাঙালি পাড়ার ঘরোয়া রেস্টুরেন্ট সংলগ্ন প্রাঙ্গণে সমবেত হয়ে তারা মানববন্ধন করে প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন টরন্টোর শিল্পী, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ।

সমাবেশে নুসরাতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সবমবেদনা জানিয়ে নুসরাতের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন কানাডিয়ান বাংলাদেশিরা।টরন্টোতে নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচার দাবিমানববন্ধন থেকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিচার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানানো হয়।

Advertisement