ট্রাম্পের আরেক সহযোগী করোনায় আক্রান্ত, সেনা কর্মকর্তারা কোয়ারেন্টিনে

ব্রিট বাংলা ডেস্ক :: প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন করোনা ভাইরাসকে সাধারণ ফ্লু’র সঙ্গে তুলনা করছেন, হাসপাতাল থেকে ফিরে হোয়াইট হাউজের ব্যালকনিতে মুখ থেকে বিরক্তি নিয়ে মাস্ক খুলে ফেলেছেন, তখন হোয়াইট হাউজে তার আরো এক সহযোগীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অনলাইন বিবিসি জানাচ্ছে, সামরিক নেতারা যখন কোয়ারেন্টিনে তখন হোয়াইট হাউজের আরো একজন উপদেষ্টা স্টিফেন মিলার করোনায় আক্রান্ত হয়েছেন। ৫ দিন ধরে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে স্টিফেন মিলার। তবে মঙ্গলবার তিনি নিশ্চিত করেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য লিখে দেন তিনি। তাকে দেখা হয় অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান অবলম্বনকারী হিসেবে।

ওদিকে কোস্ট গার্ড কর্মকর্তা এডমিরাল চার্লস রে করোনা পজেটিভ হওয়ার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি এবং অন্য সামরিক কর্মকর্তারা কোয়ারেন্টিনে চলে গেছেন। পূর্ব সতর্কতা হিসেবে অন্য কর্মকর্তারাও স্বেচ্ছায় আইসোলেশনে চলে গেছেন।

ওদিকে স্টিফেন মিলার একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, মঙ্গলবারের আগে পর্যন্ত প্রতিদিন পরীক্ষায় তার নেগেটিভ আসছিল। কিন্তু মঙ্গলবার করোনা পজেটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মুখপাত্র তার স্ত্রী কেটি মিলার। মে মাসে তারও করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তবে পরে সুস্থ হয়ে যান তিনি। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে জুলাই মাসে মারা যান স্টিফেন মিলারের ৯৭ বছর বয়সী দাদী বা নানী রুথ গ্লোসার। তবে হোয়াইট হাউজ থেকে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়। বলা হয়, তিনি করোনা ভাইরাসে মারা যাননি। তিনি বয়সের কারণে ঘুমের মধ্যে শান্তিতে মারা গেছেন। কিন্তু স্টিফেন মিলারের আঙ্কেল একটি মৃত্যু সনদ উপস্থাপন করেছেন। তাতে বলা হয়েছে, শ্বাসকষ্ট ছিল রুথ গ্লোসারের এবং কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন তিনি। এ জন্য মারা গেছেন গ্লোসার।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ভাইস কমান্ড্যান্ট এডমিলার রে বলেছেন, তিনি হালকা লক্ষণ বুঝতে পারছেন। তার সঙ্গে গত সপ্তাহে বৈঠকে বসেছিলেন এমন সব কর্মকর্তা এখন কোয়ারেন্টিনে। তবে এখন পর্যন্ত কারো মধ্যে করোনা পজেটিভ বা লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে পেন্টাগন। এডমিরাল রে কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তা জানা যায়নি। ১০ দিন আগে তিনি হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউজের অন্য কর্মকর্তাদের করোনা পজেটিভ ধরা পড়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এডমিরাল রে’র করোনা পজেটিভ ধরা পড়েছে সোমবার। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। সিবিএস নিউজ রিপোর্ট করেছে যে, জয়েন্ট চিফ অব স্টাফের প্রায় সব সদস্য এখন কোয়ারেন্টিনে রয়েছেন। আরো বলা হয়েছে, কোয়ারেন্টিনে রয়েছেন ভাইস চিফ অব স্টাফ, আর্মি চিফ অব স্টাফ, চিফ অব নেভাল অপারেশনস, এয়ার ফোর্স চিফ অব স্টাফ, সাইবারকম কমান্ডার, স্পেস ফোর্স চিফ, চিফ অব দ্য ন্যাশনাল গার্ড, ডেপুটি কমান্ড্যান্ড অব দ্য মেরিন কোর।

Advertisement