ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাসকে ইস্যু করে নতুন করে ডেমোক্রেটরা ধাপ্পাবাজি করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি করোনা ভাইরাসের হুমকি যেভাবে মোকাবিলা করছেন তা নিয়ে যেসব ডেমোক্রেট প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশে ট্রাম্প এমন অভিযোগ করেন। তাদের সমালোচনাকে তিনি তার নেতৃত্বকে খর্ব করার জন্য একটি নতুন ধাপ্পাবাজি হিসেবে আখ্যায়িত করেন। বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সাউথ ক্যারোলাইনাতে এক রাজনৈতিক র্যালিতে শুক্রবার অংশ নিয়েছিলেন ট্রাম্প। এই রাজ্যে প্রাইমারি নির্বাচন নিয়ে প্রচারণা চালাচ্ছিল তখন ডেমোক্রেটরা। তাদের ওপর যে দৃষ্টি ছিল, সেদিক থেকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, করোনা ভাইরাস হুমকি নিয়ে রাজনীতি করছে ডেমোক্রেটরা।
ট্রাম্প বক্তব্য রাখার সামান্য আগে স্থানীয় স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা দ্বিতীয় একজনকে করোনা ভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করেন। ওই ব্যক্তি আন্তর্জাতিক কোনো সফরে যান নি এমনকি করোনা আছে এমন কারো সংস্পর্শেও যান নি। কিন্তু বক্তব্যে এ বিষয়টি উল্লেখ করেন নি ট্রাম্প।
গত ৩রা ফেব্রুয়ারিতে আইওয়া রাজ্যের ককাসে ভোট হয় ডেমোক্রেটদের। তা গণনা নিয়ে সমস্যা দেখা দেয়। এ বিষয়টি উল্লেখ করে তিনি ডেমোক্রেটদের ঘায়েল করার চেষ্টা করেন। বলেন, তাদের আসলে কোনো ক্লু নেই। তারা আইওয়ায় তাদের ভোটই গণনা করতে পারে নি। তারা অভিশংসনের নামে ধাপ্পাবাজির চেষ্টা করেছে। আর এখন নতুন এক ধাপ্পাবাজি শুরু করেছে।