নর্থ লন্ডনে আগুনে পুড়ে মহিলার মৃত্যু

ব্রিটবাংলা রিপোর্ট : নর্থ লন্ডনের কেমডেন বারার একটি ফ্ল্যাটে আগুনে পুড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাত প্রায় ২টার দিকে বারার হ্যাম্পস্টেড এলাকার ডালহ্যাম গার্ডেনে চার তলার একটি ভবনে আগুন লাগে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, প্রায় ৬০ জন ফায়ার ফাইটার এসে ২০ জনকে ভবন থেকে বের করেন। এ সময় ঘটনাস্থল থেকে একজন মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আটটি ফায়ার ইঞ্জিন এবং একটি এরিয়াল এপ্লায়েন্স দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তলার ব্যাপক ক্ষতি হয়েছে বলে ফায়ার ব্রিগেড জানিয়েছে। আগুন লাগার কারণ উদঘাটনের জন্যে তদন্ত চলছে। অগ্নিকান্ডের ফলে আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ রয়েছে। গাড়ি চালকদের এই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড।

Advertisement