নিলামে উঠছে ট্রাম্পের শেষ নগ্ন মূর্তি

ব্রিট বাংলা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তির সেটের শেষ মূর্তিটি নিলামে তোলা হচ্ছে। নিউ জার্সির জুলিয়েন’স অকশন হাউসে আগামী ২ মে এই নিলাম হবে।

এই অকশন হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দ্য এমপেরর হ্যাজ নো বলস’নামে ট্রাম্পের এই মূর্তির জন্য ৩০ হাজার মার্কিন ডলার দর উঠবে বলে আশা করা হচ্ছে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিউ ইয়র্ক, স্যান ফ্র্যান্সিসকো, সিটল, ক্লিভল্যান্ড ও লস অ্যাঞ্জলেসে প্রকাশ্যে ট্রাম্পের এই নগ্ন মূর্তিগুলি তৈরি করেন একদল শিল্পী। একটি বাদে সব মূর্তি ভেঙে ফেলা হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। শেষ মূর্তিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবিপি আনন্দ

Advertisement