ব্রিটবাংলা ডেস্ক : যৌন হয়রানীর অভিযোগ মাথায় নিয়ে অবশেষে পদত্যাগ করেছেন ডেপুটি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডামেইন গ্রীন। বুধবার রাতে প্র্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রে মিনিস্টারিয়াল কোড ভঙ্গের অভিযোগে ক্ষমা প্রার্থনাও করেন।
প্রধানমন্ত্রী থেরজা মে’র ঘনিষ্টজন বলে পরিচিত ডামেইন গ্রীনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আচরণ বিধি ভঙ্গ করে পার্লামেন্টের কম্পিউটারে পর্নগ্রাফি দেখতেন। ২০০৮ সালে তদন্তকারী পুলিশ তার প্রমাণও পেয়েছে কিন্তু পরে তার বিরুদ্ধে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাম্প্রতিক সময়ে এমপি এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে সন্দেহভাজন যৌন হয়রানীর সংশ্লিষ্টতা নিয়ে যে আলোচনার ঝড় উঠেছিল, টিক সেই সময়ে তদন্তকারী ওই পুলিশ কর্মকর্তা মুখ খুলেন। এছাড়াও ২০১৫ সালে একজন মহিলা সাংবাদিকের সঙ্গেও অসদাচরণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। যদিও প্রথম থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ডামেইন গ্রীন। তবে তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ এখনো তদন্তাধীন রয়েছে।
Damian Green, one of Theresa May’s closest allies, has resigned from the cabinet after an investigation found he had breached the ministerial code.
He quit after he was found to have made “inaccurate and misleading” statements about what he knew about claims pornography had been found on a computer in his Commons office in 2008.
In his resignation letter, Mr Green apologised for his actions.
Mr Green, who as first secretary of state was the PM’s deputy, had been under investigation regarding allegations of inappropriate conduct.
He denied suggestions that he made unwanted advances to a female journalist, Kate Maltby, in 2015 and viewed pornography on a computer in his Commons office in 2008.