ব্রিটেনের বার্ষিক ট্রুপিং দ্য কালার প্যারেডের জন্য প্রিন্স উইলিয়ামের সামনে চূড়ান্ত মহড়া চলাকালীন শনিবার তিনজন সেনা অজ্ঞান হয়ে পড়ে। লন্ডনের প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস গরমে সেনারা পশমের টিউনিক এবং ভালুকের চামড়ার টুপি পরেছিল। খবর ফক্স নিউজ।শনিবার লন্ডনে তাপমাত্রা ৩০ সেন্টিগ্রেড ছিল। প্রিন্স উইলিয়াম এক টুইট বার্তায় লিখেন, `আজ (শনিবার) সকালে গরমে কর্নেলের রিভিউতে অংশ নেওয়া প্রত্যেক সেনাকে অনেক ধন্যবাদ। কঠিন পরিস্থিতি কিন্তু আপনারা সবাই সত্যিই ভালো কাজ করেছেন। ধন্যবাদ।’একটি ফলো-আপ টুইটে, তিনি লিখেন, `এই ধরনের একটি ইভেন্টে যে কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি চলে তাতে জড়িত সকলের কৃতিত্ব, বিশেষ করে আজকের পরিস্থিতিতে।এক সামরিক ট্রাম্বোলিন বাদক জ্ঞান হারালে চিকিৎসকরা তাকে সাহায্য করতে ছুটে যান। জ্ঞান ফেরার পর তিনি ফের বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন।ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি দক্ষিণ ইংল্যান্ডের জন্য গরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে, বিবিসি নিউজ জানিয়েছে।ইভেন্টটি ছিল ট্রুপিং দ্য কালারের একটি মহড়া, রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে প্রতি জুনে অনুষ্ঠিত একটি বার্ষিক সামরিক কুচকাওয়াজ। রাজা চার্লস তৃতীয় ১৭ জুন অনুষ্ঠানটি তত্ত্বাবধান করবেন।
প্রচণ্ড গরমে জ্ঞান হারালেন ৩ ব্রিটিশ সেনা
Advertisement