প্রজেক্ট নাইনটি থ্রি’র সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত

সিলেটসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও আর্তসামাজিক খাতে গঠনমূলক সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত প্রজেক্ট নাইনটি থ্রি এর উদ্যোগে এক সুহৃদ সমাবেশ গত ৮ আগস্ট পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রজেক্ট ৯৩ এর অন্যতম প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মাসুদ আহমদের লন্ডন সফর উপলক্ষে আয়োজিত সুহৃদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন ড. নাজিম আলী।

ভাইস চেয়ার জামানুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কো অর্ডিনেটর মোস্তাক আহমেদ চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, রাজনীতিবিদ সোয়ালিহিন করিম চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক ইকবাল হোসেন, যুক্তরাজ্য বন্ধু সমাবেশের সভাপতি তরাজ উদ্দিন, কবি মিজানুর রহমান মিরু, মোহাইমিনুল উনু, তানভীর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. নাজিম আলী প্রজেক্ট নাইনটি থ্রি এ গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মূলত এইডেড স্কুলের ৯৩ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর মিলিত প্রচেষ্টায় দরিদ্র-বঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে প্রায় চার বছর আগে এই প্রজেক্টটি গ্রহণ করা হয়।

এই সময়ের মধ্যে প্রজেক্ট ৯৩ যেমন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে তেমনি বেশ কয়েকজন অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় রেখেছে উল্লেখযোগ্য ভূমিকা। প্রজেক্ট ৯৩-তে এখন কেবল এইডেড স্কুলের শিক্ষার্থীই নয় এর সাথে যুক্ত হচ্ছেন সমমনা-সুহৃদ ব্যক্তিরাও।
সুহৃদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা টিভির চিফ রিপোর্টার আবদুল কাইয়ূম, নজরুল ইসলাম, আফজল আহমেদ, ওয়াদুদ কাবেরি, মোহাম্মদ আবদুর রাজ্জাক, আজমল চৌধুরী, আহমেদ কবির সুইট, সেলিম উদ্দিন, সৈয়দ মিনহাজ হোসেন, শামীম আহমদ, লিয়াকত খান, আবুল হাসনাত খান, আরিফ চৌধুরী, হাসান চৌধুরী, শিমু আহমেদ, আশরাফুল হুদা, সালেহ আহমদ, সাদিকুর রহমান চৌধুরী, দিলওয়ার রহমান চৌধুরী, মুফতি জাকির, কাজী আখলাক, আবদুস সোবহানসহ আরো অনেকে।

ACB@17

Advertisement