প্রথম দ্বিশতকে শেবাগকে ট্রিবিউট রোহিতের

ব্রিট বাংলা ডেস্ক :: টেস্টে ওপেনার হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ব্যাট হাতে সপ্তমস্বর্গে আছেন রোহিত শর্মা। আজ রাঁচি টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন ‘হিটম্যান’। এতে ওয়ানডে ও টেস্ট সংস্করণে দ্বিশতক হাঁকানো চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শচীন, শেবাগ ও গেইলের পাশে নিজের নাম লিখলেন রোহিত।

প্রথমদিনের ১১৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন রোহিত। সতীর্থ আজিঙ্কা রাহানে ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি তুলে ১১৫ রানে আউট হয়ে গেলেও একপ্রান্তে অবিচল থাকেন রোহিত। দলীয় ৩৭০ রানে আউট হওয়ার আগে ২৮ চার ও ৬ ছক্কায় ২১২ রান করেন এই ওপেনার।

আজ ২০ অক্টোবর সাবেক ভারতীয় ব্যাটসম্যান বিরেন্দ্র শেবাগের জন্মদিন। জন্মদিনে তাকে রাঁচির মাঠে ট্রিবিউট দেন রোহিত। শেবাগের মতো করে শতকের মতো দ্বিশতক ছোঁয়ার পথে ছক্কা হাঁকান রোহিত শর্মা।।

Advertisement