গত ১৯ জুন রোজ মঙ্গলবার ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টের সেমিনার হলে সন্ধ্যায় বঙ্গবন্ধু শিশু একাডেমি, যুক্তরাজ্য শাখার সম্মেলন অনুষ্টিত হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও কমিউনিটি নেতা নজরুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক।
উদ্বোধক ছিলেন যুক্তরাজ্য আয়ামীলীগেের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব সিতাব চৌধুরী সহ-সভাপতি যুক্তরাজ্য আওয়ামীলীগ , কাউন্সিলার সাবিনা আক্তার, কমিউনিটি নেতা ফারুক আহমদ, আওয়ামীলীগ নেতা সারব আলী, ব্যারিস্টার মুনিরুজ্জামান শেখ , সাবেক ছাত্র নেতা কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, সাবেক কাউন্সিলর রহিমা রহমান, যুক্তরাজ্য আওয়ামী আইন পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মনিরুল ইসলাম মনজু, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি হুসনেআরা মতিন যুক্তরাজ্য আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী প্রমুখ।
যুক্তরাজ্য আয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন আহমদের বক্তব্যের মাধ্যমে সম্মলেনের উদ্বোধন ঘোষণা করেন ।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক চিপ হুইপ ও সরকারি প্রতিশ্রূতি বাস্তবায়ন সংসদীয় কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ ড, আব্দুস শহিদ এমপির ভূয়সী প্রসংশা করেন এবং শিশুদের নিয়ে এমন একটি সংগঠনের যুক্তরাজ্য শাখা গঠনের যুক্তিকতা তুলে ধরেন।
শুরুতেই আজিজুল আম্বিয়ার পবিত্র কুরআন তেলায়াতের মাধ্যমে সভার সূচনা হয়।
জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব জামাল খান আব্দুল জলিল চৌধুরী ,সেলিম আহমদ চৌধুরী, সুরুজ্জামান চৌধুরী ,জাকির হুসেন, জামান আহমদ নাজমুল ইসলাম ইমন ,বাচ্ছু বকত,মিসেস রুবি হক জুবায়ের আহমদ ,আব্দুল আহাদ ,নুরুল আক্তার তোফায়েল হোসেন ,নাজমা হুসেইন, ফজলু মিয়া মাহফুজ আহমদ চৌধুরী , সায়েক আহমদ, কবির মিয়া, আব্দুল মুকিত, সেলিম আহমদ, মাহামুদুর রহমান , জুমুন আহমদ ও ফয়সল আহমদ প্রমুখ।
ডিনার পার্টি ও বিরতি শেষে সম্মেলন অনুষ্টিত হয়। বঙ্গবন্ধু শিশু একাডেমী যুক্তরাজ্য শাখার সম্মেলন ২০১৮ এর নব নির্বাচিত কমিটি প্রধান অতিথি বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিকের হাতে উপস্থাপন করেন সম্মেলন অধিবেশনের সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।
উৎসব মুখর পরিবেশে বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক সংগঠনের সর্বসম্মত মনোনীত সভাপতি সাহাজানুর রাজা, সেক্রেটারি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ১, জামান আহমদও ২, জুমুন আহমদের নাম আনুষ্টানিক ভাবে ঘোষণা করেন।
বিচারপতি জনাব সামসুদ্দিন চৌধুরী মানিক মনোনীত কমিটির শপথ বাক্য পাঠ করান।
সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্টানিক ভাবে প্রকাশ করে যুক্তরাজ্যে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে জানানো হয়। বিজ্ঞপ্তি