বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল
জুবায়ের আহমদ, লন্ডন :
বাঙ্গালি জাতির স্বাধীনতার বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই করো সাথে আপোষ করেননি।
বঙ্গবন্ধু নিজের পরিবারের দিকে লক্ষ না করে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন।
ব্যক্তি মুজিবের মৃত্যু হতে পারে কিন্তু আদর্শে মৃত্যু হতে পারেনা।
বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে তাঁরই কন্যা দেশকে নেতৃত্ব দিচ্ছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
১৫ই আগষ্ট বুধবার বিকেল ৭ টায় পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে অনুষ্টিত শোক সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।
শোক সভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, লন্ডন সফররত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার,যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন,সৈয়দ মোজাম্মেল আলী,শামসুদ্দিন মাস্টার,হরমুজ আলী , সিতাব চৌধুরী , যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী , আনোয়ারুজ্জামান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া,আবদুল আহাদ চৌধুরী,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমূখ ।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ এর পরিচালনায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
অনুষ্টানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন জামে মসজিদের খতিব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী ।
পরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শোক সভায় বৃটেনের বিভিন্ন শহর থেকে বিপূল সংখ্যক নেতা কর্মী উপস্থিত হন।
ACB#27