বঙ্গবন্ধুর সমাধিতে ওবায়দুল কাদেরের শ্রদ্ধা

ব্রিট বাংলা ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবা‌র্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে প্রথমেই জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

দলের উপ‌দেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহ‌মেদ, ধর্ম প্র‌তিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন এম‌পি, আ ফ ম বাহাউদ্দিন না‌ছিম, এস এম কামাল হো‌সেন,‌ মির্জা আজমসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement