রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করেছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় একে একে ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ঠিক মার্কেটের অপর পাশের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।তবে আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকায় পরে রাজধানীর সব ইউনিটকেই খবর দেওয়া হয়।এদিকে আগুন লাগার খবর পেয়ে বঙ্গমার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে এসেছে। যে যার মতো দোকান থেকে যতটুকু সম্ভব কাপড় বের করা যায় সে চেষ্টা করছে। তবে আগুনের তীব্রতার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকানদার।প্রাথমিকভাবে জানা গেছে, মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনায় সর্বস্ব হারালেন তারা।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।