বন্যপ্রাণি বন্ধে জি-২০ভুক্ত দেশের প্রতি অস্ট্রেলিয়ার আহ্বান

ব্রিট বাংলা ডেস্ক :: বন্যপ্রাণি বিক্রয়কারী ‘ওয়েট মার্কেট’ বন্ধের জন্য জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। বলা হয়েছে, এ মার্কেট থেকে মানব স্বাস্থ্য এবং কৃষিখাতে বড় রকমের ঝুঁকি সৃষ্টি হয়। তাই এসব মার্কেট বন্ধ করা উচিত। এমন আহ্বান জানানোর ফলে চীনের সঙ্গে ক্যানবেরার উত্তেজনা আরো বৃদ্ধি পাবে। কারণ, এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে চীনের রোষে পড়েছে অস্ট্রেলিয়া। এ জন্য অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের হাতের পুতুল বলে অভিহিত করেছেন চীনা এক কূটনীতিক। উল্লেখ্য, এবার বিশ^জুড়ে যে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে তার উৎপত্তি চীনের উহান থেকে। সেখানে অবৈধ বন্যপ্রাণি বিক্রি করা হয়। তবে এমন মার্কেট শুধু চীনে আছে এমন নয়।

পুরো এশিয়ায় রয়েছে এমন মার্কেট। এসব মার্কেটে শাকসবজি, মাছ, মাংস বিক্রি হয়। তবে সব জায়গায় বন্যপ্রাণি বিক্রি হয় না। গত ২৩ শে জানুয়ারি বন্যপ্রাণি বিক্রি অস্থায়ীভাবে নিষিদ্ধ করে চীন। এই পরিকল্পনা অর্থাৎ বন্যপ্রাণি বিক্রি বন্ধের জন্য আজ বৃহস্পতিবার জি-২০ভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী ডেভিড লিটলপ্রাউড।

Advertisement