বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার যৌথ দায়িত্বশীল সভা গত ২৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়।বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক এর সভাপতিত্বে ও মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা, বৃটেনের অন্যতম শীর্ষ আলেম শায়খ মাওলানা আব্দুল আজিজ।প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, বার্মিংহাম ও মিডল্যান্ড জোন এর প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা মর্তুজা হোসাইন খান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম শাখার সাবেক সভাপতি মাওলানা রশিদ আহমদ, মিডল্যান্ড শাখার সভাপতি মাওলানা খালিদ আহমদ, সহ সভাপতি মাওলানা আহমদ হোসাইন, আলহাজ্ব আব্দুর রহীম, বার্মিংহাম শাখার সহ সভাপতি হাফিজ মুনছুর আহমদ রাজা, মুফতি নুরুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দীন।
সভায় নেতৃবৃন্দ বলেছেন, ক্বোরআন ও সুন্নাহ এর প্রকৃত অনুসরণের মধ্যেই মানুষের ইনকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত রয়েছে। ব্যাক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রসহ সকল ক্ষেত্রে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে হলে ক্বোরআন ও সুন্নাহ অনুসরণ করতে হবে। আর এজন্যই বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম কে আর জোরদার করতে সকল দায়িত্বশীলদের আর তৎপর হওয়ার আহবান জানানো হয়।সভায় সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার সভা অনুষ্ঠিত
Advertisement