বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে চারজন নিহতের কথা জানিয়েছে পুলিশ।রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুমা-রোয়াংছড়ি সীমানায় মরদেহগুলো পাওয়া গেছে।রোববার (৬ মার্চ) দুপুরের দিকে জেলা পুলিশ সুপার জেরিন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিম পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি হয়েছে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’তবে পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লামং মারমা নিউজবাংলার কাছে দাবি করেন, ‘পাইন্দু ইউনিয়নে গোলাগুলির ঘটনা ঘটেনি। এ ঘটনা রোয়াংছড়িতে ঘটেছে।’
Advertisement