রাজু আহমেদ : সংগঠনের গত বছরের নানা কার্যক্রম পর্যালোচনা,সংগঠনকে আরো গতিশীল ও কার্যকরী নানা উদ্যোগ গ্রহণের উপড় গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র ওয়েষ্ট মিডল্যান্ডস রিজিওনের বাৎসরীক সাধারণ সভা। সংগঠনের কার্যকরী কমিটির নানা সদস্যদের উপস্থিতিতে গত ২৭ অক্টোবর বার্মিংহামের লজেলসের সিক্্রওয়ে বিজনেস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র ওয়েষ্ট মিডল্যান্ডস রিজিওনের সাংগঠনিক সম্পাদক আহমেদ রশীদের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র ওয়েষ্ট মিডল্যান্ডস রিজিওনের সভাপতি ফখর উদ্দিন আর পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব ফিরোজ খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে‘র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব খসরু খান। বক্তব্য রাখেন সিতার আহমেদ,আলহাজ্ব আব্দুল কাদির আবুল,আলহাজ্ব এ এইচ এম আশরাফ আহমেদ,ইকবাল আহমেদ চৌধুরী,আলহাজ্ব কাজী আঙ্গুর মিয়া,আব্দুল চৌধুরী সুমন,উকিল মিয়া,লোকমান হোসেন কাজী,রাজু আহমেদ,রিয়াদ আহাদ,সৈয়দ নাদির আহমেদ,আব্দুর রশীদ,মিজান রেজা চৌধুরী প্রমূখ।
বার্মিংহামে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ওয়েষ্ট মিডল্যান্ডস রিজিওনের সভা
Advertisement