ব্রিট বাংলা ডেস্ক :: ইংল্যান্ডের বার্মিংহাম সিটি সেন্টারে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ এই হামলাকে ‘বড় ঘটনা’ হিসেবে ঘোষণা দিয়েছে। জনসাধারণের জন্য গুরুতর ক্ষতি বা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টিকারী পরিস্থিতিতে এমন ঘোষণা দেওয়া হয়ে থাকে। এ খবর দিয়েছে বিবিসি।
ওয়েস্ট মিডল্যান্ডস কাউন্টি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে একটি ছুরি হামলার খবর পায় তারা। এর কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকটি হামলার খবর পাওয়া যায়। পুলিশ জানায়, বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ঠিক কতজন বা তাদের মধ্যে কতজনের অবস্থাা গুরুতর তা নির্দিষ্ট করে জানা যায়নি।
এদিকে, ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র অ্যান্ডি স্ট্রিট বলেছেন, ছুরি হামলাগুলো ‘দেখতে সম্পর্কিত’ মনে হয়েছে।
তবে এর পেছনে উদ্দেশ্য এখনো অজানা। তিনি আরো বলেন, এলাকায় এখন পরিস্থিতি শান্ত। জনগণ তাদের নিয়মিত কাজে যেতে পারবে। তবে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।