বায়তুল মোকাররমে জীবাণূনাশক টানেল

ব্রিট বাংলা ডেস্ক :: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লীদের জন্য জুবানূনাশক টানেল স্থাপন করা হয়েছে। মুসল্লীরা মসজিদে প্রবেশের পূর্বে সেই টানেলের মধ্য দিয়ে জীবাণূমুক্ত হয়ে মসজিদে প্রবেশ করছেন। এই উদ্যোগকে মুসল্লীরা স্বাগত জানিয়েছেন এবং সেভাবেই নিয়ম মেনে প্রবেশ করছেন।

Advertisement