ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।মিন্টু জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অধীনস্থ সব থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড কমিটি করা হয়েছে। ওয়ার্ড কমিটিগুলো ঘোষণার অপেক্ষায় আছে। এরপর থানা কমিটির কাজে হাত দেওয়া হবে।
Advertisement