ব্রিট বাংলা ডেস্কঃগত ১১ জুন সোমবার পূর্ব লন্ডন এর ব্রিকলেনের স্বাদ গ্রীল রেস্টুরেন্টে বড়লেখা ও জুড়ী উপজেলার ব্রিটেন প্রবাসীদের সৌজন্যে গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকের (জিবিএ) উদ্যোগে এক ইফতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা এসোসিয়েশন ইউকের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ চৌধুরী নাজিম এর সভাপতিত্বে এবং বড়লেখা ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি কামরুল ইসলাম ও জিবিএর সেক্রেটারি লিয়াকত খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আয়াস মিয়া। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আতা রহমান, পিপলস এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটসের নেত্রী কাউন্সিলর রাবিনা খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দিন, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বিয়ানিবাজার ক্যান্সার হাসপিটালের ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু, শিক্ষাবিদ মঞ্জুর রেজা চৌধুরী, এটিএন বাংলার উপস্থাপক বাসিত চৌধুরী, সাপ্তাহিক সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের আইটি সেক্রেটারি সালেহ আহমেদ, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি মিজানুর রহমান মিরু, বন্ধু সভা ইউকের প্রেসিডেন্ট তরাজ উদ্দিন, প্রভাষক তানভীর আহমদ, কমিউনিটি নেতা চুনু মিয়া ও ফরিজ আলী।
গ্রেটার বড়লেখা এসোসিয়েশনের আমন্ত্রনে এই প্রথম ব্রিটেনে বসবাসরত জুড়ী ও বড়লেখার বিভিন্ন সংগঠনের প্রায় দেড় শতাধিক অতিথির অংশগ্রহণে ইফতার সমাবেশ এক মিলনমেলায় পরিণত হয়েছিলো।
অত্যন্ত অনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার সমাবেশ আরো উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রেসিডেন্ট জামাল উদ্দিন, সেক্রেটারি ফয়সল রহমান, ট্রেজারার সোহেল রহমান, জয়েন্ট ট্রেজারার আবুল কাশেম, স্ট্যন্ডিং কমিটি মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী আবু রহমান, স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম নজু, আকবর হোসেন, ট্রাস্টি বজলুর রহমান টিপু, ট্রাস্টি সুনাম আহমেদ, আলতাফ হোসেন, কামাল উদ্দিন, কামাল আহমেদ, হাসান আহমেদ ইনু, নাজমুল ইসলাম, কবির আহমেদ, ইলিয়াস আহমেদ, আব্দুল মানিক, খায়রুল ইসলাম বাবুল,অলিউর রহমান অলি, হাজি মাসুক উদ্দিন, প্রভাষক কোয়েল আহমদ, জাকির হোসেন সানু, কাইয়ুম চৌধুরী, নুরুল ইসলাম, কবির চৌধুরী, রোহেল আহমদ, হাসান আমিনুল, আবিদুর রহমান শিমু, সাকের আহমদ, পারভেজ আহমদ পান্না, আব্দুল বাতিন, আব্দুল আজিজ, আজিমুর রহমান, মাসুক আহমদ, আজমল চৌধুরী, বড়লেখার দক্ষিণ ভাগ এসোসিয়েশন ইউকের সেক্রেটারি সাংবাদিক সাইদুল ইসলাম, বিয়ানীবাজার পূর্ব মুড়িয়া ইউনিয়ন ইউকের সেক্রেটারি সাদিকুর রহমান বকুল, বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট আজিম উদ্দিন, উপদেষ্টা ফখরুল আলম, আহমদ হোসেন, সম্মানিত সদস্য ফয়ছল আলম, বড়লেখা ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা আব্দুর রহিম, সাহাবউদ্দিন, যুগ্ম সম্পাদক সলিসিটর রুকন কালাম, সাহেদ আহমদ, জুড়ী এসোসিয়েশন ইউকের ইসি কমিটির সদস্য জালাল উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুল হাসিম, মিডিয়া ব্যক্তিত্ব প্রীন্স সাহেদ, টিএন খানম একাডেমীর সাবেক প্রভাষক স্বপন আহমদ, আব্দুল কালাম, শফি খান, মিয়া হেলাল আহমদ, ইফতার সমাবেশের আয়োজক গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকের সহ সভাপতি শামিম আহমদ, আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন, অর্থ সম্পাদক লুতফুর রহমান, সহ অর্থ সম্পাদক বদরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিটস জাহেদ আহমদ রাজ, কামাল হোসেন, নাজিম উদ্দিন, আনোয়ার উদ্দিন ফয়সল, আম্বির হোসেন, আলি আহমদ।
হাফিজ খায়রুল ইসলামের মোনাজাতের মাধ্যমে ইফতার সমাবেশের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি