ব্রিট বাংলা ডেস্ক : ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত করোনা পরীক্ষায় র্যাপিড কিট প্রয়োগ সমর্থন করেনি। তাই বাংলাদেশেও এখনও এ ধরণের কিট নিয়ে পরীক্ষা করা হচ্ছে না। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জেনারেল মাহবুবুর রহমান বলেন, গণস্বাস্থ্যের যে কিট তা ট্রায়াল পর্যায়ের। হস্তান্তর করার মতো না। তাই এখনও হস্তান্তর করা হয়নি।
গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী পরোক্ষভাবে ঘুষের অভিযোগ করেছেন। এ প্রসঙ্গ টেনে ওষুধ প্রশাসন ডিজি বলেন, আমরা তো সর্বাত্মক সহযোগিতা করা জন্য আছি।
অসত্য তথ্য দেয়া দুঃখজনক এবং তা প্রত্যাখ্যান করি। তারা ১৮ই মার্চ আবেদন করেছিলেন। ১৯ তারিখেই আমরা অনুমোদন করেছি। গণস্বাস্থ্য কেন্দ্র মিথ্যা তথ্য দিয়ে প্রতিষ্ঠান ও ব্যক্তিকে হেয় করার চেষ্টা করছে বলেও অডিভযোগ করেন মাহবুবুর রহমান।