বিশ্বকাপ-এশিয়া কাপ দুই শিরোপা জয়েই আত্মবিশ্বাসী পাকিস্তানী আফ্রিদিবিশ্বকাপ-এশিয়া কাপ দুই শিরোপা জয়েই আত্মবিশ্বাসী পাকিস্তানী আফ্রিদি

এ বছরের ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপ দুই শিরোপা জয়ের ব্যাপারেই আত্মবিশ্বাসী পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। সাম্প্রতিকালে দারুন ক্রিকেট খেলছে পাকিস্তান। সদ্যই আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। আফ্রিদির বিশ্বাস, এ বছর বিশ^কাপ ও এশিয়া কাপের মত মেগা ইভেন্টেও ভালো পারফরমেন্স করবে এবং ফাইনালে উঠবে পাকিস্তান।ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স দেখাচ্ছে পাকিস্তান। প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলে পাকরা। চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠে পাকিস্তান।বিশ^কাপ ও এশিয়া কাপের বছরে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নেয়া পাকিস্তানের জন্য বাড়তি অনুপ্রেরণা। এজন্য বিশ^কাপ ও এশিয়া কাপ নিয়ে স্বপ্ন দেখছেন আফ্রিদি।জিও স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘ওয়ানডে ম্যাচগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এবার বিশ্বকাপ এবং এশিয়া কাপের ফাইনাল জিতবো।আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ^কাপ। ভারতের কন্ডিশন পাকিস্তানের থেকে খুব বেশি ব্যতিক্রম হবে না বলে মনে করছেন আফ্রিদি।২৩ বছর বয়সী এই পেসার বলেন, ‘দল হিসাবে বিশ্বকাপের সময় ভারতের কন্ডিশন থেকে আমরা সুবিধা নিতে চেষ্টা করবো এবং ফাইনালে পাকিস্তানের জয়ের চেষ্টা করবো।’
সবসময়ই দলের জন্য সেরাটা দেয়ার চেষ্টা করেন আফ্রিদি। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং- তিনটি বিভাগেই ভালো পারফরমেন্সের প্রত্যাশা তার, ‘প্রথম, দ্বিতীয় বা শেষ ওভার হলেও আমার লক্ষ্য প্রতিপক্ষকে আক্রমণ করা।ইনজুরির জন্য দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্যে ছিলেন আফ্রিদি। এখন নিজেকে ফিট দাবি করে আফ্রিদি বলেন, ‘যেকোন খেলোয়াড়ের ক্যারিয়ারের একটি অংশ হলো ইনজুরি। এমনকি একটি মেশিনও মাঝে মাঝে সমস্যায় পড়ে যায়।’
ইনজুরির সময়টা কঠিন হলেও তখন অনেক কিছুই শিখতে পেরেছেন জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমি ইনজুরির সময় অনেক কিছু শিখেছি। আমি আশা করি পাকিস্তানের হয়ে পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারবো।’

Advertisement