ব্রিট বাংলা ডেস্ক :: গত ২৪ ঘন্টায় ২ লাখ ৯৪ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হলেন ২ কোটি ১০ লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
এতে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ লাখ ৭১ হাজার মানুষ। সবথেকে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। সেখানে আক্রান্ত হয়েছেন অর্ধকোটিরও বেশি মানুষ।
এরমধ্যে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি।
Advertisement