ব্রিটিশ হেলথ সেক্রেটারী মেট হ্যানকক হোপলেস!

ম্যাট হেনকক একজন হোপলেস হেলথ সেক্রেটারী। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন নিজে! গত বছরের মার্চে সাবেক প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে ওয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করতে গিয়ে কামিংসের মন্তব্যের জবাবে দুবার হেলথ সেক্রেটারীকে হোপলেস বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বুধবার গত বছরের ওয়াটসঅ্যাপ বার্তাগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ করেন ডমিনিক কামিংস।তাতে দেখা গেছে, গত বছরের ২৭শে মার্চ টেস্টিংয়ে ব্যর্থতার জন্যে হেলথ সেক্রেটারীর সমালোচনা করে ওয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রীকে একটি বার্তা পাঠান ডমিনিক। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, টোটাললি হোপলেস। একই দিন অপর ম্যাসেজে ডমিনিক কামিংস ভেন্টিলেটর ইস্যু উত্থাপন করেন। এর জবাবেও বরিস জনসন- হেনকক হেস বিন হোপলেস বলে মন্তব্য করেন। এরপর ২৭শে এপ্রিল, প্রধানমন্ত্রী এক ম্যাসেজে পিপিই বিতর্কে মেট হ্যানকককে সরিয়ে মাইকেল গভকে নিয়ে আসার কথা বলেন। এর জবাবে ডমিনিক কামিংস বলেন, এতে পরিস্থিতি ভালোর চাইতে আরো খারাপ হওয়া ঝুঁকি বাড়াতে পারে।এদিকে টেন ডাউনিং স্ট্রীট থেকে জানানো হয়েছে, এখনো হেলথ সেক্রেটারী মেট হেনককের প্রতি প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তবে পার্লামেন্টে হোপলেস হেলথ সেক্রেটারীর সমালোচনা করেছে লেবার পার্টি।উল্লেখ্য এর আগে এমপিদের সামনে হেলথ সেক্রেটারী মেট হেন কককে অন্তত ১৫ থেকে ২০টি কারণে বরখাস্ত করা উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন ডমিনিক কামিংস। এর জবাবে অবশ্যই পরবর্তীতে এমপিদের সামনে মেট হেনকক বলেছিলেন, তার প্রতি প্রধানমন্ত্রীর পূর্ন সমর্থন রয়েছে।

Advertisement